ফুলশয্যার রাত।
এক গা গয়না পরে, মাথায় আলতো করে ঘোমটা দিয়ে নববধূ ছয় বাই সাড়ে ছয় সাইজের পালঙ্ক পা জড় করে, হাঁটু দুটো নিজের থুৎনির কাছে নিয়ে বসে আছে। অধীর অপেক্ষা, সুদর্শন স্বামী আসবেন।
পাসের ছোট টেবিলে বাদাম মেশান দু গেলাস দুধ রাখা। জানা নেই, বাড়ীর কে এসে রেখে গেছে।
খানিক বাদে স্বামী ঘরে ঢুকে সন্তর্পণে ঘরের দরজা বন্ধ করে, তাতে ছিটকিনি এঁটে ধীর পদক্ষেপে নববিবাহিতা স্ত্রীর কাছে এগিয়ে আসে।
একেবারে কাছে এসে যুবক স্ত্রীর গা ঘেঁষে বসে আর স্ত্রীর ঘোমটা আস্তে করে টেনে খুলে দেয়। স্ত্রীর শ্বাস প্রশ্বাস ঘন এবং দ্রুত হয়ে ওঠে।
আলতো হাতে স্ত্রীর থুৎনি ধরে, মুখটা সামান্য নিজের দিকে তুলে, চোখে চোখ রেখে, স্বামী বলা শুরু করে, “-আজ থেকে আমরা স্বামী-স্ত্রী। বাড়ির সমস্ত বয়োজ্যেষ্ঠ দের সম্মান করবে তাহাতে তুমি তাদের আশীর্বাদ পাবে, ছোটদের আদর ভালবাসা দেবে, সবাকার সংগে ভাল ব্যাবহার করবে, সকাল বিকেল ঠাকুরঘরে গিয়ে মা, ঠাকুমার সংগে ঈশ্বরের আরাধনা করবে, বাড়িতে কথা বলার সময় কক্ষনো কারুর সাথে অপশব্দ ব্যাবহার করবে না...”
হঠাৎ সদ্যবিবাহিত বৌ, পালঙ্ক থেকে নেমে ছুটে গিয়ে দরজার ছিটকিনি নামিয়ে আর হাট করে দরজা খুলে, চেঁচিয়ে, “-আপনারা যে যেখানে আছেন, সবাই তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে আসুন। এখানে সৎসঙ্গের বাণী সবে শুরু হয়েছে। দেরি করে আসলে আর বাণী ছেড়ে গেলে আমায় পরে দোষ দেবেন না..!!”
"""""মাইরালা কেউ আমারে মাইরালা"""""
এক গা গয়না পরে, মাথায় আলতো করে ঘোমটা দিয়ে নববধূ ছয় বাই সাড়ে ছয় সাইজের পালঙ্ক পা জড় করে, হাঁটু দুটো নিজের থুৎনির কাছে নিয়ে বসে আছে। অধীর অপেক্ষা, সুদর্শন স্বামী আসবেন।
পাসের ছোট টেবিলে বাদাম মেশান দু গেলাস দুধ রাখা। জানা নেই, বাড়ীর কে এসে রেখে গেছে।
খানিক বাদে স্বামী ঘরে ঢুকে সন্তর্পণে ঘরের দরজা বন্ধ করে, তাতে ছিটকিনি এঁটে ধীর পদক্ষেপে নববিবাহিতা স্ত্রীর কাছে এগিয়ে আসে।
একেবারে কাছে এসে যুবক স্ত্রীর গা ঘেঁষে বসে আর স্ত্রীর ঘোমটা আস্তে করে টেনে খুলে দেয়। স্ত্রীর শ্বাস প্রশ্বাস ঘন এবং দ্রুত হয়ে ওঠে।
আলতো হাতে স্ত্রীর থুৎনি ধরে, মুখটা সামান্য নিজের দিকে তুলে, চোখে চোখ রেখে, স্বামী বলা শুরু করে, “-আজ থেকে আমরা স্বামী-স্ত্রী। বাড়ির সমস্ত বয়োজ্যেষ্ঠ দের সম্মান করবে তাহাতে তুমি তাদের আশীর্বাদ পাবে, ছোটদের আদর ভালবাসা দেবে, সবাকার সংগে ভাল ব্যাবহার করবে, সকাল বিকেল ঠাকুরঘরে গিয়ে মা, ঠাকুমার সংগে ঈশ্বরের আরাধনা করবে, বাড়িতে কথা বলার সময় কক্ষনো কারুর সাথে অপশব্দ ব্যাবহার করবে না...”
হঠাৎ সদ্যবিবাহিত বৌ, পালঙ্ক থেকে নেমে ছুটে গিয়ে দরজার ছিটকিনি নামিয়ে আর হাট করে দরজা খুলে, চেঁচিয়ে, “-আপনারা যে যেখানে আছেন, সবাই তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে আসুন। এখানে সৎসঙ্গের বাণী সবে শুরু হয়েছে। দেরি করে আসলে আর বাণী ছেড়ে গেলে আমায় পরে দোষ দেবেন না..!!”
"""""মাইরালা কেউ আমারে মাইরালা"""""
EmoticonEmoticon