"হ্যাঁ" টা কাকে বলেছিলাম !!


 এক বৃদ্ধ আর বৃদ্ধা রোজ সকালে প্রিন্সেপ ঘাটে ঘুরতে যেতেন! তাদের এক সময় গভীর বন্ধুত্ব হয়ে গেল, আর বন্ধুত্ব থেকে প্রেম।
.
একদিন বৃদ্ধ আবেগের বসে ওই বৃদ্ধাকে অকস্মাৎ বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। বৃদ্ধাও কিছু চিন্তা না করে সম্মতি দিয়ে দিলেন।
.
পরদিন সকালে যখন বৃদ্ধের ঘুম ভাঙ্গলো, বৃদ্ধ কোনো অবস্থায় মনে করতে পারছিলেন না যে ওনার প্রস্তাবের জবাবে বৃদ্ধা কি বলেছিলেন!!
.
সারা সকাল মনে করার চেষ্টায়, তিনি প্রিন্সেপ ঘাটে মর্নিং ওয়াক করতে যেতেও ভুলে গেলেন!!
.
মনে করার অনেক চেষ্টা করে বৃদ্ধ ব্যর্থ হয়ে অবশেষে বৃদ্ধাকে ফোন করলেন।...
.

বৃদ্ধ বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন---"কাল আমার বিবাহ প্রস্তাবের জবাবে তুমি আমাকে কি বলেছিলে, হ্যাঁ অথবা না...??"
.
বৃদ্ধা আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলছেন---"ঈশ্বরের
অশেষ কৃপা যে তুমি আমাকে ফোন করেছ। তোমার বিবাহের প্রস্তাবে তো "হ্যাঁ বলেছিলাম। কিন্তু ,...
.
.
.
.
.
.
.
.
.
.
আমার একদম মনে পড়ছিল না যে আমি "হ্যাঁ" টা কাকে বলেছিলাম !!


EmoticonEmoticon