একেই হয়ত বলে সত্তিকারের ভালবাসা।!!!!!!!

একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালবাসত, কিন্তু বলতে পারছিল না। হঠাৎ একদিন........ মেয়েঃ কিরে গালে হাত দিয়ে কি ভাবছিস....?? ছেলেঃ ভাবছি তোকে ছারা আমার জীবনটা কেমন হবে...!! মেয়েঃ কেন কি হইছে...?? ছেলেঃ তুই বুঝিস না....!! মেয়েঃ কি বুঝব....?? ছেলেঃ তুই যে আমার কে..... মেয়েঃ ভালবাসিস আমায়....?? ছেলেঃ হুম অনেক...... মেয়েঃ আমায় নিয়ে অনেক দুরে পালিয়ে যেতে পারবি....?? ছেলেঃ হুম পারব। তারপর তারা পালাবে বলে ঠিক করে। মেয়েটি আগে থেকে বলে রাখা জায়গায় সারা রাত অপেক্ষা করে কিন্তু ছেলেটি আসে না।। কিছুদিন পর মেয়েটির বিয়ে হয়ে যায়। অনেকদিন পর মেয়েটি ছেলেটির খোজে ছেলেটির বাড়িতে আসে....দরজার কড়া নারলে ছেলেটির ছোট বোন বেরিয়ে এসে মেয়েটিকে দেখে একটি চিঠি দেয়, তাতে লেখা ছিলঃ আমি জানি তুই আমার উপর অনেক অভিমান করে আছিস। কি করব বল ভাগ্যের উপর কারর হাত নেই যেদিন তোর সাথে শেষ কথা হল সেদিন জানতে পারি আমি আর অল্প কিছুদিন এই পৃথিবীতে বাচব!! তাই তোর জীবনটা নষ্ট করতে চাই নি। তুই হয়ত ভাবছিস সেদিন রাতে আমি তোর কাছে যাইনি!! কিন্তু আমি গিয়েছিলাম তুই আমাকে দেখিসনি। সারারাত তোকে পাহারা দিয়েছি খবরদার কাদবি না তাহলে আমি কষ্ট পাব। ভাল থাকিস "ছেলেটির আত্নাকে শান্তনা দেওয়ার জন্য মেয়েটির শুধু চোখের জল মোছা ছারা কিছুই করার ছিলনা।!!!!!!!!


EmoticonEmoticon