এক ছেলে ও এক মেয়ে দুজন দুজনকে ভিষন ভালোবাসত..

Rebel King Sudipta's photo.
এক ছেলে ও এক মেয়ে দুজন দুজনকে ভিষন
ভালোবাসত...এবং তারা ঠিক করল যে তারা এক সাথে থাকবে...তারপর তারা এক সাথে থাকতে লাগল .
..এই ভাবে তাদের রিলেশন ভালিই কেটে যাচ্ছিল
...তার পর ছেলেটি একটি
চাকরি পেয়ে সেই খবর টা সঙ্গে সঙ্গে
মেয়ে টাকে জানাতে এল কিন্তু তকে ঘুুমতে দেখে সে আয়নার সামনে একটি চিরকুট রখে গেলো..
.কিন্তু মেয়েটি সেটা দেখেও না দেখার ভান
করে বন্ধুদের সাথে পারটি তে চলে যায়.
পর দিন. সকাল বেলা মেয়ে দেখল যে ছেলেটি ফোনে কারো সাথে কথা বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেলো...
তখন মেয়েটিও গাড়ি নিয়ে তার পিছু নিল...
এবং সেখানে গিয়ে মেয়েটি দেখল যে
ছেলেটি একটি আংটি আর একটি মেয়ে কে দিচ্ছে তখন
মেয়টি গাড়ি থাকে নেমে গিয়ে দুজন কে চর মারল |
কিন্তু ছেলেটি কিছু না বলে সেখান
থেকে চলে যেতে লাগল ঠিক তখনি
একটি গাড়ি এসে ছেলেটিকে ধাক্কা মেরে চলে যায়....
তা দেখে মেয়েটি দৌড়ে এসে
ছেলেটিকে জরিয়ে ভীষণ কাদতে লাগল .....
তখন ছেলেটি সেই আংটি টি
মেয়েটকে দিয়ে বলল আমি তো আমার বান্ধবীকে রিংটি দেখাচছিলাম..
...............তা সুনে মেয়েটি আরও বেসি করে কাদতে লাগল.....
.
...সব সেসে এটাই বলব যে নিজের পেরমিক/ পেরমিকাকে অন্যকোন ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দেখে কখন ভুলেও ভেবে বসবেন না যে
সে আপনাকে ঠকাচ্ছে...
সে তার ভাই বোন অনেক কিছুই হতে পারে....
...একটি ভুলে আপনি আপনার প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য হারাতে পারেন।.!!!!!!!!!!!

true love never die.!!!!!


EmoticonEmoticon