সেলফি রোগের ভয়াবহতা যুব সমাজ বিশেষ করে
নারী সমাজের উপর মহামারি আকারে ছড়িয়ে
পড়েছিলো।
কিন্তু এই রোগের সমাধান হতে না হতেই জাতি আজ
এক নতুন রোগে আক্রান্ত- Coc বা Clash Of Clans রোগ। ইহা
বায়ুবাহিত বা পানিবাহিত কোনো রোগ নয়, ইহা
মোবাইল বাহিত রোগ। এন্ড্রয়েড নামক ভয়াবহ
ভাইরাসের মাধ্যমে এই রোগ খুব দ্রুত সকলের মাঝে
ছড়িয়ে পড়ছে। যুব সমাজ আজ মদ-গাঁজা ছেড়ে এই
নেশায় আসক্ত হয়ে পড়ছে।
.
এই রোগে আক্রান্ত ব্যাক্তির লক্ষণ সমূহ-
১- আক্রান্ত ব্যক্তি মোবাইল সোজা না ধরে
সবসময় মোবাইল বাঁকা করে রাখে।
২-অন্যান্য আঙ্গুলের তুলনায় দুই হাতের বৃদ্ধা
আঙ্গুল সবচেয়ে বেশি সচল থাকে।
৩- ফ্যামিলি থেকে দূরে থাকার চেষ্টা করে আর
সবসময় তাকে চিন্তিত মনে হয়।
৪- আক্রান্ত রোগী এলিয়েনের ভাষায় কথা বলা
শুরু করে। ভিলেইজ, এটাক, ওয়ার, স্টার, ডোনেট,
ক্ল্যান, TH, CC, Distroy, Loot এরকম
উদ্ভট টাইপসের কথা বলা শুরু করে।
৫- কেও তার মোবাইল ধরলে রোগী খেচকায় উঠে।
৬- আক্রান্ত ব্যক্তি গার্লফ্রেন্ড ছাড়তে রাজি
আছে কিন্তু হাত থেকে মোবাইল নয়।
৭- গার্লফ্রেন্ডের সাথে ব্রেকাপের পর এরা
কান্না বা সুইসাইড করে না,বরং খুশি হয়ে বন্ধুদের
ডেকে এনে বাড়িতে বার-বি-কিউ পার্টি করে।
.
এই রোগের প্রতিষেধক আজ পর্যন্ত আবিষ্কার
হয়নি। যার কারণে আমাদের সবাইকে এই মহামারি
থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।
আমাদের সকলের উচিত এই রোগের কুফল সম্পর্কে
সকলকে সচেতন করে তোলা। দরকার হলে দফায়
দফায় বৈঠক চলবে, কিন্তু তার আগে আমি ৩ লাখ
টাকার একটা Loot দিয়ে আসি! ট্রুপস সব রেডি
হই গেসে........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
নারী সমাজের উপর মহামারি আকারে ছড়িয়ে
পড়েছিলো।
কিন্তু এই রোগের সমাধান হতে না হতেই জাতি আজ
এক নতুন রোগে আক্রান্ত- Coc বা Clash Of Clans রোগ। ইহা
বায়ুবাহিত বা পানিবাহিত কোনো রোগ নয়, ইহা
মোবাইল বাহিত রোগ। এন্ড্রয়েড নামক ভয়াবহ
ভাইরাসের মাধ্যমে এই রোগ খুব দ্রুত সকলের মাঝে
ছড়িয়ে পড়ছে। যুব সমাজ আজ মদ-গাঁজা ছেড়ে এই
নেশায় আসক্ত হয়ে পড়ছে।
.
এই রোগে আক্রান্ত ব্যাক্তির লক্ষণ সমূহ-
১- আক্রান্ত ব্যক্তি মোবাইল সোজা না ধরে
সবসময় মোবাইল বাঁকা করে রাখে।
২-অন্যান্য আঙ্গুলের তুলনায় দুই হাতের বৃদ্ধা
আঙ্গুল সবচেয়ে বেশি সচল থাকে।
৩- ফ্যামিলি থেকে দূরে থাকার চেষ্টা করে আর
সবসময় তাকে চিন্তিত মনে হয়।
৪- আক্রান্ত রোগী এলিয়েনের ভাষায় কথা বলা
শুরু করে। ভিলেইজ, এটাক, ওয়ার, স্টার, ডোনেট,
ক্ল্যান, TH, CC, Distroy, Loot এরকম
উদ্ভট টাইপসের কথা বলা শুরু করে।
৫- কেও তার মোবাইল ধরলে রোগী খেচকায় উঠে।
৬- আক্রান্ত ব্যক্তি গার্লফ্রেন্ড ছাড়তে রাজি
আছে কিন্তু হাত থেকে মোবাইল নয়।
৭- গার্লফ্রেন্ডের সাথে ব্রেকাপের পর এরা
কান্না বা সুইসাইড করে না,বরং খুশি হয়ে বন্ধুদের
ডেকে এনে বাড়িতে বার-বি-কিউ পার্টি করে।
.
এই রোগের প্রতিষেধক আজ পর্যন্ত আবিষ্কার
হয়নি। যার কারণে আমাদের সবাইকে এই মহামারি
থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।
আমাদের সকলের উচিত এই রোগের কুফল সম্পর্কে
সকলকে সচেতন করে তোলা। দরকার হলে দফায়
দফায় বৈঠক চলবে, কিন্তু তার আগে আমি ৩ লাখ
টাকার একটা Loot দিয়ে আসি! ট্রুপস সব রেডি
হই গেসে........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
EmoticonEmoticon