এই জীবনের যত চাওয়া,
সবই যেন শুধু তুমি।
তোমায় নিয়ে সপ্ন দেখি,
জানে শুধু অন্তরযামী।।
বাচতে চাই বাকী জীবন,
তোমার ভালবাসায় এই আমি।
প্রথম যখন দেখেছি,
চোখে চোখ রেখেছি।
তখন থেকে যত দেখি,
তোমায় আরো ভালো বাসি।
তুমি আমার এজীবনে,
হয়ে গেলে সবচেয়ে দামী।
তোমার হাতে হাত রেখেছি,
মনের কথা সব বলেছি।
তোমার কোলে মাথা রেখে,
আকাশ পানে চেয়ে ভাবি।
প্রনয়ের ই মিষ্টি ছোয়ায়,
নতুন জীবন পেলাম আমি।!!!!!!!!!!!!!
EmoticonEmoticon