প্রেমে পড়াটা অবশ্যই ভালো। তবে
ভুল মানুষের প্রেমে পড়া ভালো নয়।
আমরা অনেক সময় ভুল করে, ভুল মানুষের
প্রেমে পড়ে যাই। আর শুধু সুধুই কষ্ট পাই
.
আসলে এ পৃথিবীর মানুষ গুলো খুব অদ্ভুত!
কখন যে কি করে বুঝায় যাই না। আর এই
মানুষ গুলো এতো বেশি নিষ্ঠুর যে
এরা মন নিয়ে খেলতে খুব বেশিই পছন্দ
করে।
.
মানুষ হিরা ভেবে কাচের পিছনে
দূরাচ্ছে! আর যখন ধোঁকা খাচ্ছে তখন
নিয়তিকে দোষ দিচ্ছে!
.
আপনি সত্যি মন থেকে কাউকে
ভালোবাসবেন। তখনি সে আপনাকে
অবহেলা করবে!
"জানি এটাই সত্যি কথা।
তবুও মানুষ এই ভুলটাই বার বার করে! করুন
পরিনতির কথা না ভেবে, ভুল
মানুষকে ভালোবেসে ফেলে।।
মানুষটা তার জীবনে আসবেনা
জেনেও আরো শক্ত করে বুকে টেনে
নিতে চায়।
.
actually ভুল মানুষের প্রেমে পড়া
ছেলে মেয়েগুলি বোকা নয়। ওরা শুধু
ক্ষনিকের জন্য বোকা হয়ে যায়। ওরা
বিশ্বাস করতে চায় মানুষটা একদিন
তাকে বুঝবে এবং আবার তার জীবনে
ফিরে আসবে কিন্তু না ওই
মানুষটা আর কখনোইই ফিরে আশে না
কারন তুচ্ছ জিনিসের প্রতি
মানুষের কোন আগ্রহ কাজ করেনা ��
.
ভুল মানুষের প্রেমে পড়া ছেলে
মেয়েগুলা, কষ্ট পেতে পেতে একটা
সময় কেলান্ত হয়ে যায়। তাদের
পৃথিবীটা কেমন যেন নীরব হয়ে যায়।
কোথাও কোন আলোর দেখা পাওয়া
যায়না। যেদিকে তাকায়
চারিদিকে সুনসান নীরবতা আর
অন্ধকার... গাঢ় অন্ধকার��
.
ওরা নিজের মাঝেই নিজে বিলীন
হয়, হারিয়ে যায়। কোন কিছুতেই যেন
ওদের কোনো আগ্রহ নেই একটু একটু
করে সকল চাওয়া,পাওয়া, আকাঙ্খার
শেষ হয়ে যায়! ওরা আর কোন
কিছুতেই অবাক হয় না,চমকে উঠেনা
যেনো এমনটাই হবার কথা ছিল আর
এভাবে কষ্ট পেতে পেতে তারা খুব
নীরব হয়ে যায়। ভালো লাগার
অংশগুলো কমে আসে এবং রঙিন স্বপ্ন
ধূসর হতে থাকে।
.
তখন মানুষটা একা থাকতে অভ্যস্ত হয়ে
যায়! আর নিজের মধ্যে একটা জগৎ গড়ে
তোলে।
সেই জগৎটার নাম: একাকিত্বের জগৎ
.
একাকিত্বের অনুভূতি গুলো কখনো
বিস্বাস ভাঙ্গে না। কখনোই অভিনয়
করে না
.
সেই মানুষ গুলো একটা সময় খুব বেশি
আবেগী হয় পরে। কিন্তু বাস্তবে
আবেগের কোনো দাম নেই ! তাই
তারা নিজের অনুভূতি গুলো প্রকাশ
করে না! যদি খুব বেশী কষ্ট পায় তখন
নিরবে কাঁদে
.
আসলে ভুল মানুষের প্রেমে পড়া
ছেলে মেয়েগুলি একসময় বাঁচতে
শিখে যায় ঠিকি �� তবে হাসতে
ভুলে যায়.